বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবীর চৌধুরীর নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্যরা আজ মঙ্গলবার তদন্তের কাজে সিলেট যাচ্ছেন। এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তদন্ত কমিটির সদস্যরা সিলেট অবস্থান করে ঘটনার সব বিষয়েই তদন্ত করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনার সংক্রমণের পর থেকে এমসি কলেজ বন্ধের মধ্যেও ছাত্রাবাস খোলা রেখে শিক্ষার্থীদের থাকতে দেয়া নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে কলেজ প্রশাসন। এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
২৫ সেপ্টেম্বর বিকেলে স্বামীর সঙ্গে এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন এক গৃহবধূ। সন্ধ্যায় তাদের কলেজ থেকে ছাত্রাবাসে ধরে নিয়ে যায় কয়েকজন যুবক। এরপর দুইজনকে মারধর করে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে তারা। খবর পেয়ে রাতে ছাত্রাবাস থেকে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশ। পরে ভুক্তভোগী গৃহবধূকে ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।
Leave a Reply