শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল//বরিশাল নগরীর গোরস্থান রোডে শিশু কন্যাকে ধর্ষনের মামলায় অভিযুক্ত হিসেবে বাদী বাবার নাম উল্লেখ করে আদালতে চার্জশীট জমা দিয়েছে তদন্তকারী পুলিশ কর্মকর্তা। আদালতে উপস্থাপনের জন্য মঙ্গলবার (০৯ অক্টোবর) সংশ্লিষ্ট জিআরও’র কাছে তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই রফিকুল ইসলাম মৃধা এই চার্জশীট দাখিল করেন।
এর আগে গত ৯ এপ্রিল নিজ বাসায় শিশু কন্যা ধর্ষনের অভিযোগে বাবা বাদী হয়ে ধর্ষক হাফিজুল তাওহীদের নাম উল্লেখ করে কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়। আসামী তাওহীদ শিশুকে ধর্ষনের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।
কিন্তু তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম মৃধা তার তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত আসামী ধর্ষক তাওহীদের নামের স্থানে মামলার বাদী ও ধর্ষিত শিশু কন্যার বাবার নাম উল্লেখ করেছেন। প্রতিবেদনে শিশু কন্যা ধর্ষিত হওয়ার প্রমান পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম মৃধা বলেন, আমার জানামতে চার্জশীটে ভুল নেই। যদি ভুল হয়, তবে সম্পূরক চার্জশীটে সংশোধন করে দেয়া হবে।
মামলা সুত্রে জানা গেছে, শিশু কন্যার বাবা ও ধর্ষক পূর্ব পরিচিত। ঘটনার দিন বিকেলে শিশু কন্যা গোরস্থান রোডের ভাড়া বাসায় একা ছিল। এই সুযোগে তাওহীদ বাজার এনেছে জানিয়ে ঘরে প্রবেশ করে। পরে ছুরি দিয়ে ভয় দেখিয়ে শিশু কন্যাকে ধর্ষন করে। পরে শিশু কন্যার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। এর আগে ধর্ষক তাওহীদ পালিয়ে যায়। এ ঘটনায় শিশু কন্যার বাবা মামলা করে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
Leave a Reply