শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ “কবরের কথা স্বরন কর দেখবে অহংকার বিদায় নিবে” এমনই একটি বাক্য ফেইসবুক এর প্রফাইলে লিখে রেখেছিলেন কলেজ ছাত্র মেহেদি হাসান হাসিব। একটি সড়ক দূর্ঘটনা পৃথিবী থেকেই তাকে বিদায় করে দিলো। বরিশালের বাবুগঞ্জে মটরসাইকেল র্দূঘটনায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র হাসিব(১৯) এর করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ৮টায় বাবুগঞ্জ-লাকুটিয়া সড়কের ওলানকাঠী সিকদার বাড়ি এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। হাসিব রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠী গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ হারুন সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসিব বাবুগঞ্জ কলেজগেট থেকে বাজার করে বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে ঘটনাস্থলে পথচারীকে বাঁচাতে গিয়ে সড়কের উপর রাখা ট্রলির উপর আচরে পরে। এতে হাসিবের মাথা থেতলে যায় এবং মস্তিস্কের অনেকাংশ বেড়িয়ে আসে। প্রত্যক্ষদর্শী তার বন্ধুরা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং সড়কের উপর অবৈধ ভাবে রাখা ট্রলিটি জব্দ করে মটরসাইকেলটি পুলিশী হেফাজতে নিয়ে যায়। পুলিশ সড়কে অবৈধভাবে রাখা ট্রলি মালিক ওলানকাঠী গ্রামের আবুল হোসেনের ছেলে নূরে আলমকে খুঁজে বেড়াচ্ছে। দূর্ঘটনার জন্য স্থানীয়রা সড়কের উপর রাখা ট্রলি মালিককেই দায়ী করছেন। এ ব্যপারে বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বলেন থানায় অভিযোগ এলে তিনি মামলা গ্রহণ পূর্বক ট্রলি মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
Leave a Reply