শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক//
সম্ভাবনাময়ী কৃষি অঞ্চল হিসাবে পরিচিত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কৃষি বিভাগে কর্মকর্তা-কর্মচারীর ২৮টি পদের মধ্যে ১৯টিই দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে।
এরমধ্যে মাত্র ৯টি পদে লোকবল কর্মরত রয়েছে। ফলে এ উপজেলার কৃষকরা মাঠ পর্যায়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এই উপজেলার কৃষি বিভাগে কৃষি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দুইজন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ১৫জন, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দুইজন, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী ও মেকানিক এই সর্বমোট ২৮টি পদ রয়েছে।
এরমধ্যে কর্মরত আছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, পাঁচজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, অফিস সহায়ক ও মেকানিক।
শুধুমাত্র এ ৯টি পদে লোকবল কর্মরত থাকলেও বর্তমানে ১৯টিই শুন্য রয়েছে।
উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের সেনের হাওলা গ্রামের কৃষক আলম হাওলাদার বলেন,‘এখন আমন ধানের মৌসুম চলছে। তাই বিভিন্ন পরামর্শ দরকার। কিন্তু কৃষি অফিসে পর্যাপ্ত লোক না থাকায় কৃষকরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।’
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মাদ জুয়েল বলেন, ‘এই উপজেলায় কৃষিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখানে তারা পাঁচজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তাদেরই ১০টি পদ শুণ্য রয়েছে। পার্শ্ববর্তী গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা এই উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ’
এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ধীমেন মজুমদার বলেন, এই উপজেলায় কৃষি কর্মকর্তাসহ বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীর পদ দীর্ঘদিন ধরে শুন্য আছে। তবে শুন্য পদগুলো পূরণ হলে কৃষকরা শতভাগ সেবা পাবে বলে মনে করি।’
Leave a Reply