সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
তরিকুল ইসলাম, ববি প্রতিনিধি।।করোনাভাইরাসের সংক্রমন পরিস্থিতিতে আগামীকাল বুধবার(১৫ জুলাই) থেকে সকল বিভাগে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) । দীর্ঘ ২ মাস পরীক্ষামূলক অনলাইন শিক্ষা কার্যক্রম চালানোর পর কাল থেকে পুরোদমে অনলাইন ক্লাস শুরু করবে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. সুব্রত কুমার দাশ এই তথ্য নিশ্চিত করে বলেন, ”শিক্ষার্থীদের সেশনজট কমিয়ে আনতে এবং তাদের শিক্ষাজীবন যাতে দীর্ঘায়িত না হয় সেজন্য অনলাইন ক্লাসের বিকল্প কিছু নেই।” অনলাইন ক্লাস বাধ্যতামূলক করা হবে কিনা সে ব্যপারে জানতে চাইলে তিনি জানান,”বাধ্যতামূলক করা হবে না তবে আন্তরিক হয়ে অনলাইন ক্লাস করার জন্য সকল শিক্ষার্থীকে আহ্বান করা হয়েছে। কোন শিক্ষার্থী সীমাবদ্ধতার কারনে অনলাইন ক্লাসে অংশগ্রহন করতে না পারলে পরবর্তীতে সকলের জন্য বিভাগীয় প্রধানদের সিদ্ধান্ত অনুযায়ী রিভিও ক্লাসের ব্যবস্তা করা হবে। ক্লাস কার্যক্রম শুরু হলেও এখনি কোনো ধরনের পরীক্ষা কিংবা ল্যাব কার্যক্রম শুরু হচ্ছে না।”
অনলাইন ক্লাসে সবার অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে কিনা, এমন প্রশ্নে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ডা.মো.মানজুর আহমেদ বলেন, আমরা সবাই জানি যে দেশের সব জায়গা থেকে শিক্ষার্থীদের ক্লাসে যুক্ত হওয়া সম্ভব নয়। কারণ সব জায়গায় ইন্টারনেট স্পিড ও সুযোগ-সুবিধা এক রকম না। ফলে অনেক শিক্ষার্থীই অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবেন না। এই ক্লাসগুলো থেকে অ্যাটেডেন্সও কাউন্ট করা হবে না। ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের পড়ালেখার মধ্যে রাখা। অনলাইনে কোনও পরীক্ষাও নেওয়া হবে না বলে জানান এ শিক্ষক।
প্রসঙ্গত, গত ০৯ জুলাই(বৃহঃস্পতিবার) একাডেমিক কাউন্সিলের অনলাইন সভায় বিশ্ববিদ্যালয়টির সবকটি বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, উপাচার্যসহ অন্যদের উপস্তিতে সবার সম্মতিক্রমে শিক্ষার্থীদের সেশনজট কমিয়ে আনতে অনলাইন ক্লাস শুরু করা ও বিভিন্ন বিভাগের সম্পন্ন হওয়া সেমিস্টার পরীক্ষার ফলাফল দ্রুত তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply