মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে গত ২৪ ঘণ্টায় জ্বর সর্দি নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১ হাজার ২৮৮ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২০ জন। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে ডিসি মিডিয়া সেল।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে জ্বর, সর্দি নিয়ে মঙ্গলবার বিকেলে মারা যান ঝালকাঠী সদরের কেফায়েত নগরের এক নারী (৪০)। ওইদিন রাত সাড়ে ১০টায় একই উপসর্গে ঝালকাঠীর নলছিটির তিমিরকাঠীর এক ব্যক্তি (৫৬) মারা যান।
বরিশাল নগর পুলিশের এক এএসআই রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত বরিশাল মহানগরে ৯৭৭ জন, সদর উপজেলায় ৩৮ জন, বাকি ৯টি উপজেলায় ২৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
Leave a Reply