শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালটি সরকারী করণ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের নিয়ে এক বিশাল আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টায় বিশাল আনন্দ র্যালীটি বিদ্যালয় ক্যাম্পাস হতে বের হয়। র্যালীটি স্কুল থেকে বাবুগঞ্জ কলেজগেট থেকে পাঁচ রাস্তা অতিক্রম করে আবার বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বিদ্যালয়ে গভণিং বডির সভাপতি অধ্যাপক মোঃ গোলাম হোসেন’র সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-৩ বাবুগঞ্জ মুলাদী আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ টিপু সুলতন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম খালেদ হোসেন স্বপন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদ মোস্তফা কামাল চিশতী,বিদ্যালয়রে প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহারিয়ার আহমেদ শিল্পী,যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু,বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস,সাবেক প্রধান শিক্ষক আঃ মতিন হাওলাদার,জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবুল আকন,প্রাক্তক ছাত্র সাব-রেজিষ্টার মোঃ নোমার সিদ্দীকি,মুক্তিযোদ্ধা শাহে আলম শিকদার প্রমূখ।
উল্লেখ্য বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৪ সেপ্টেম্ভর ২০১৮ সোমবার রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপসচিব লুৎফুন নাহারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিদ্যালয়টি সরকারী করণ করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে গড়ে উঠা এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল ১৯৪৭ সালে। সাবেক প্রেসিডেন্ট আবদুর রহমান বিশ্বাস সহ অনেক নামি দামি লোক এ প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করে গেছেন কেউ বা শিক্ষার্থী ছিলেন। এ বিদ্যালয়ের বহু শিক্ষার্থী দেশে-বিদেশে যেমন সুনাম অর্জন করেছেন, তেমনি সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করেছেন এবং এখনো করছেন।
Leave a Reply