মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক গৃহবধূ রোগীকে নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওয়ার্ডবয় নজরুলকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মহানগরীর হাফিজনগর থেকে তাকে আটক করে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে মহানগরীর এক গৃহবধূ গত ৬ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন।
গত ১৩ জুন রাতে এক ওয়ার্ডবয় পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে ওই রোগীকে নিপীড়ন করে। বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ডবয় সরে যায়। এ ঘটনায় নজরুল নামে ওই ওয়ার্ডবয়কে সোমবার চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। এর পর থেকে তিনি পলাতক। সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) রাধে শ্যাম সরকার জানান, বিভিন্ন স্থানে অভিযানের পর মঙ্গলবার পুলিশ অভিযুক্ত নজরুলকে আটক করেছে।
Leave a Reply