বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুমিল্লার বুরুড়া উপজেলায় বাবার মোবাইল ফোনে ‘প্রেমিক’ আপত্তিকর ছবি পাঠানোর জের ধরে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার সকালে বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের সিংগুর গ্রামে ওই কলেজছাত্রী আত্মহত্যা করেন। পরে তার পরিবার গত বৃহস্পতিবার (১১ জুন) বরুড়া থানায় একটি মামলা করেন।
ভুক্তভোগি কলেজছাত্রী মারিয়া আক্তার গাজী (১৯) সিংগুর গ্রামের প্রবাসী ইলিয়াছ মিয়ার মেয়ে। তিনি চট্টগ্রাম ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মামলা ও পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে কলেজছাত্রী মারিয়া পাশের খলারপাড় গ্রামের জাবেদ মজুমদার নামের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রেমের ঘটনাটি জানাজানি হলে মারিয়ার পরিবার ওই তরুণের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সাবধান হওয়ার জন্য বলেন। কিন্তু এরপরও জাবেদ ওই কলেজছাত্রীকে বিভিন্ন উপায়ে প্রস্তাব দেওয়া শুরু করেন। মারিয়া অস্বীকৃতি জানালে তাকে ব্ল্যাকমেইল শুরু করা হয় এবং প্রেমের সম্পর্ক না রাখলে গোপন ক্যামরায় ধারণ করা আপত্তিকর ছবি মেসেঞ্জারে ও ফেসবুকে প্রকাশের হুমকি দেওয়া হয়। তার কাছে ৩ লাখ টাকাও দাবি করেন জাবেদ।
মারিয়ার মা সাদিয়া আক্তার জানায়, আপত্তিকর ছবিগুলো মারিয়াকে পাঠানোর পর তার বাবার ফেসবুক মেসেঞ্জারেও পাঠান ওই তরুণ। এছাড়া মারিয়ার বড় ভাই এবং আমাকেও ওই ছবিগুলো পাটিয়ে বিনিময়ে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ওই ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এসব কথা আমার মেয়ে জানতে পেরে গত সোমবার লজ্জায় বিষপান করে আত্মহত্যা করে।
তিনি বলেন, আমি বরুড়া থানায় জাবেদ, তার বাবা মোস্তফা মজুমদার ও তিন ভাইসহ ছয়জনকে আসামি করে মামলায় দায়ের করেছি। ফেসবুক মেসেঞ্জারে জাবেদের হুমকি ও কথোপকথনের সব স্ক্রিনশট থানায় জমা দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, থানায় মামলা করার পর আমরা একাধিকবার ঘটনা তদন্ত করতে মাঠে গিয়েছি। আসামিদের আটক ও গ্রেফতার করতে কাজ করছি। তবে প্রধান আসামিসহ সবাই পালাতক রয়েছে। তারপরও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply