শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে বাউফল উপজেলার ১১শ’ ১৯ মসজিদের অনুকুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগত অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২জুন) বিকাল ৪টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগীতায় উপজেলায় এই অর্থ বিতরণ অনুষ্ঠানে টেলি কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ (এমপি)।
প্রধান অতিথি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা পরিস্থিতিতে ইমাম মোয়াজিনদের অস্বচ্ছলতার কথা চিন্তা করে অর্থ সহয়াতা করছেন।
আপনারা এই টাকা দিয়ে আপনাদের বসড়বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করবেন। এতে নিজেদের পারিবারিক সবজির চাহিদা পূরণ করবে এবং বাজার বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হতে পারবেন।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জান হিমু, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার নাসির উদ্দিন প্রমুখ ।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১১শ১৯ মসজিদের ইমাম মোয়াজিনদের মাঝে ৫৫লাখ ৯৫হাজার টাকা প্রদান করা হয় ।
Leave a Reply