শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা॥ ‘মানুষ মানুষের জন্য’ নীতি বাক্যকে ধারণ করে গলাচিপায় অসহায়, প্রতিবন্ধী ও বিধবা ৫০জনের হাতে ঈদ সামগ্রী তুলে দিল সদর ইউনিয়ন শিক্ষক সমাজ। তাদের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে শনিবার সকালে রতনদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোসাঃ আসমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ শাহিন শাহ্। আরও উপস্থিত ছিলেন গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও সাংবাদিক মোঃ হারুন অর রশিদ, গলাচিপা সরকারী কলেজের প্রভাষক মোঃ কাওসারুল আলম, প্রধান শিক্ষক মোঃ হানিফ মিয়া, শিক্ষক মোঃ ফিরোজ আলম, রাকিবুল হাসান প্রমুখ। এ সময় প্রত্যেককে ৫কেজি চাল, ১কেজি চিনি, ১লিটার তৈল, ২প্যাকেট সেমাই ও সাবান।
Leave a Reply