শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল:পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবেশীর খাবার খেয়ে একই পরিবারের ৭ জন অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচ জুনিয়া নামক গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। এরা হলো মোসা.শাহিদা বেগম (২২) রাহিমা (৬০) সানজিদা (৮) রেশমা (২৫) মীম (৯) জাহানারা (৩০) ও রাতুল (১০)। আহত শাহিদা বেগম জানান, পাঁচ জুনিয়া গ্রামের মো.ফজলু ফকিরের স্ত্রী পিয়ারা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে গত রবিবার মারা যায়।
মৃত্যু বাড়ীতে তার আত্মীয় -স্বজনরা বিভিন্ন সময় খাবার দিয়ে যায়। ওই খাবার খেয়ে একই পরিবারের ওই সাত জন অসুস্থ হয়ে পড়লে ধানখালী ইউনিয়নের সোমবাড়িয়া বাজারের কমিউনিটি ক্লিনিকে ভর্তি করা হয় । ওই ক্লিনিকের সুমন নামে এক চিকিৎসক সবাইকে স্যালাইন পুশ করলে সবাই আরো অসুস্থ হয়ে পড়ে। পড়ে তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করে। এ ব্যাপারে কলাপাড়া হাসপাতালে ইর্মাজেন্সী বিভাগে কর্মরত চিকিৎসক ডা.শংকর কুমার পাল জানান, খাদ্যে বিষক্রিয়ার কারনে এমন ঘটনা ঘটেছে। তবে আগের কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সঠিক ছিল না বলে রোগীরা বেশী অসুস্থ হয়ে পড়ে। তবে তারা বর্তমানে আশংকামুক্ত বলে তিনি উল্লেখ করেন।
Leave a Reply