শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ( অনূর্ধ্ব-১৭) এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৯ সেেপ্টম্বর) বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে সকাল ৯ টার সময় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএম, পিপিএম ডিআইজি,বাংলাদেশ পুলিশ ,বরিশাল রেঞ্জ মোঃ শফিকুল ইসলাম, উপপুলিশ কমিশনার মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বিপিএম পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম,বরিশাল অঞ্চল উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মোঃ মোকছেদুল ইসলাম।
ফুটবল টুর্ণামেন্টের অংশগ্রহণ করেন বরিশাল জেলার দশ টি উপজেলা। সকাল সাড়ে ৯ টায় উদ্বোধনী ম্যাচ খেলেন গৌরনদী বনাম আগৈলঝাড়া, সকাল ১১ টায় খেলেন হিজলা বনাম মেহেন্দীগঞ্জ, দুপুর সাড়ে ১২ টায় খেলেন বানারীপাড়া বনাম মুলাদী, দুপুর ২ টায় খেলেন বাবুগঞ্জ বনাম বাকেরগঞ্জ, সর্বশেষ বিকেল সাড়ে ৩ টায় খেলেন উজিরপুর বনাম বরিশাল সদর। প্রথম পর্বের বিজয়ী হন গৌরনদী, মেহেন্দীগঞ্জ, মুলাদী, বাবুগঞ্জ, বরিশাল সদর। এ সময় খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে ছুটে জান, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, উপজেলা আ’লীগ এর শ্রোম বিষয়ক সম্পাকদ জাহাঙ্গীর আকন, ক্রিয়া সম্পাদক আজাহার আলী।
Leave a Reply