শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
কুয়াকাটা প্রতিনিধি॥ কুয়াকাটা সৈকত থেকে ডিবি পরিচয় দেয়া রফিকুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার আনুমানিক বেলা দুইটার দিকে সৈকতের ট্যুরিজম পার্ক এলাকার চা দোকানীকে দোকান খোলা রাখার জন্য ভয় দেখাচ্ছিল আটক ব্যক্তি। তার চালচলন সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পাকড়াও করে সোপর্দ করে।
এ সময় গণরোষের শিকার হন ধৃত ব্যক্তি। জানা গেছে, দুইদিন আগে কুয়াকাটায় আসা ওই যুবকসহ তার এক সহযোগী ডিবি পুলিশসহ বিভিন্ন পরিচয়ে ব্যবসায়ী এবং সাধারণ লোকজনকে হয়রাণি করে আসছিল।
মহিপুর থানার এসআই সাইদুর রহমান জানান, আটক রফিকের বাবার নাম আবদুল করিম। বরিশাল সদর উপজেলার ২২ নং ওয়ার্ডের কাজীপাড়া মহল্লার বাসিন্দা। পেশায় নির্মাণ শ্রমিক।
আটকের সময় রফিকের কাছ থেকে কিছু চাবি, একটি চাকু, একটি কাঁচি, রশি, জাতীয় পরিচয় পত্রসহ একাধিক ব্যক্তির ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।
মহিপুর থানার কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান বলেন, আটককৃত রফিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানষিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তবে বরিশাল সদর থানায় খোঁজখবর নেয়ার পাশাপাশি তার অভিবাবকদের সাথে যোগাযোগ করা হচ্ছে।
Leave a Reply