শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল:
ভূমি অফিসের হয়রানি ও পল্লী বিদুৎ সমিতির অনিয়ম,দুর্নীতির প্রতিবাদে সোমবার পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষক সমিতি পটুয়াখালী জেলা শাখা।বেলা ১১টায় শহরের পুরান বাজার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জেলা কৃষক সমিতির সভাপতি আজিজ দুয়ারীর সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেত মজুর সমিতির সভাপতি খলিলুর রহমান,জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক সমির কুমার,সভাপতি কমরেড মোতালেব মোল্লা।বক্তারা বলেন,জেলার প্রতিটি ভূমি অফিস আজ দুর্নীতিগ্রস্থ।একশো টাকার খাজনা দিতে গেলে দুই হাজার টাকা দাবী করে।আর পল্লী বিদুৎ সমিতির হয়রানী,দুর্নীতি ও অনিয়মের কথা বলে শেষ করা যাবে না।পল্লী বিদুতের প্রতিটি টেবিলে টাকা না দিলে কোন কাজ হয় না।এসব বন্ধের দাবি জানান বক্তারা।পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন তারা।
Leave a Reply