শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের এলাকা থেকে হাসপাতালে স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার সকালে কালাইয়া-ভোলা সড়ক আটকে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী।
এ সময় কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে নিভৃত করার চেষ্টা করলেও বিক্ষোভ অব্যাহত রেখেছে এলাকাবাসী।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানিয়েছেন, আক্রান্তদের সবাইকে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে আইসোলেসনে রাখা হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান,আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে কোয়ারেন্টিনে নিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, বাউফলে এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৬ জন। গত ২০ এপ্রিল লকডাউন উপেক্ষা করে রোগী সেজে অ্যাম্বুলেন্সযোগে নারায়ণগঞ্জ থেকে বাউফলের কালাইয়া আসেন একই পরিবারের ৬ সদস্য। পরে তাদেরকে কোয়ারেন্টিনে রেখে নমুনা পরীক্ষা করা হলে তাদের মধ্যে ৫ জনের রিপোর্ট পজিটিভ আসে।
এ ছাড়াও উপজেলার কালিশুরি ইউনিয়নে এক চা বিক্রেতা করোনাভাইরাসে সংক্রমিত হন। এ সব আক্রান্তকে স্থানীয় কলেজে না রেখে শিগগিরই হাসপাতালে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।
Leave a Reply