শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা থেকে তা কার্যকর হবে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।
তিনি জানান, পটুয়াখালীর পার্শ্ববর্তী বরিশাল এবং বরগুনা জেলায় করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। এ কারণে রোববার সন্ধ্যা থেকে পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
পটুয়াখালী সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, পটুয়াখালী থেকে এ পর্যন্ত ২৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। যেহেতু পার্শ্ববর্তী জেলার থেকে পটুয়াখালীর করোনা পরিস্থিতি ভালো, তাই এই অবস্থান ধরে রাখতেই লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে।
Leave a Reply