শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যাওয়া বৃদ্ধের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। একইসাথে ফেসবুকে লকডাউনের তথ্যও জানান। বরিশালে করোনা সংক্রান্ত ঘটনায় প্রথমবারের মতো কারো বাড়ি লকডাউনর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
সোমবার (০৬ এপ্রিল) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে করোনা ওয়ার্ডে বিকেল ৫টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন পঞ্চাশোর্ধ ওই ব্যাক্তি। তার বাড়ি নগরীর উপকন্ঠ তালতলী রাঢ়ি মহলের বাসিন্দা ছিলেন।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ওই ব্যক্তি ২/৩দিন আগে গলাব্যাথা এবং কাঁশি নিয়ে মেডিকেলের নাক, কান গলা বর্হিবিভাগে ডাক্তার দেখিয়েছিলেন।
এরপর বাসায় সে আরও অসুস্থ হয়ে পড়েন। সোমবার বিকেলে তিনি জ্বর, গলাব্যাথা ও কাঁশি নিয়ে শের-ই বাংলা মেডিকেলের জরুরী বিভাগে আসলে তাকে করোনা ওয়ার্ডে প্রেরন করা হয়। তাকে অক্সিজেন দেওয়া সব ধরনের চিকিৎসা দেয়া হয়। এর কিছুক্ষন পর বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। সে করোনা আক্রান্ত ছিলো কিনা তা নিশ্চিত হতে মৃত ব্যক্তির রক্তের নমূনা সংগ্রহ করে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার ওই নমূনা বিশেষ ব্যবস্থায় ঢাকার আইইডিসিআর এ পাঠানো হবে।
করোনা ওয়ার্ডে সন্দেহভাজন রোগী মৃত্যুর খবর জেলা প্রশাসনকে জানিয়ে সতর্ককতার জন্য ওই বাড়ি লক ডাউন করার অনুরোধ করা হয়েছে বলে পরিচালক জানান।
এদিকে সেমাবার সন্ধ্যা পর্যন্ত শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে পুরুষ ৬ জন এবং মহিলা ১ জন।
Leave a Reply