সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে ইয়াবাসহ যুবলীগ কর্মী মাদক ব্যবসায়ী মারিয়াজকে গ্রেফতার করেছ পুলিশ। সোমবার রাতে তাকে ২২ পিস ইয়াবাসহ আটক করা হয়। মারিয়াজ পুলিশ লাইন সংলগ্ন রুপচন্দ্রপুর গ্রামের আ. রাজ্জাকের ছেলে। ঝালকাঠি সদর থানা পুলিশ জানায়, মারিয়াজ ইতি পুর্বেও মাদকসহ একাধিক মামলার আসামি। সে এলাকায় যুবলীগের সাইনবোর্ডের আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন।
এদিকে মারিয়াজকে গ্রেফতারে এলাকার সচেতন মহল পুলিশকে সাধুবাদ জানিয়েছে। তবে একটি সুত্র জানিয়েছেন, মারিয়াজের সাথে মাদক ব্যবসায় কয়েকজন যুবলীগের নেতা ও কর্মী প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে। এমনকি প্রায় সময়ই মারিয়াজের এলাকায় মারিয়াজের সাথে ওই যুবলীগের লোকজনকে গোপনীয় বৈঠকে দেখা গেছে বলে। মারিয়াজকে পুলিশ রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার সাথে জড়িত এবং অপরাধ জগতের চাঞ্চল্যকর ঘটনা বেড়িয়ে আসবে বলে মনে করছেন স্থানীয় অনেকেই।
সুত্রটি আরো জানান, ঝালকাঠিতে কিছুদিন আগে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার ও যুবলীগ নেতা মিলন আটক হয়। সেই মিলনের সহযোগী ছিলেন এই মারিয়াজ। মারিয়াজ ঝালকাঠিতে যুবলীগ কর্মী সেজে মাদক, অস্ত্র, চোরাচালানিসহ অপরাধ জগতের পরিচিত মুখ। এ ব্যাপারে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান জানান, আটক মারিয়াজের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করবে এবং আসামীকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ রিমান্ড চেয়েছে।
Leave a Reply