বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের লোন্দা-ধানখালী কলেজ সড়ক সংষ্কারের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা ও অটোচালক-শ্রমিকরা। বুধবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৫ ঘন্টা সড়ক অবরোধ করায় শতাধীক পন্যবাহী এবং যাত্রীবাহী যানবাহন আটকা পরে। ভাড়ি যানবাহন ও ধারণক্ষমতার অধিক পন্যবাহি ট্রাক চলাচলের কারনে পাঁচ কিলোমিটার এলাকায় বড় বড় খানাখন্দ ও গর্তের সৃস্টি হয়। গত দুই মাস ধরে পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ লোন্দা খেয়াঘাট- ধানখালী কলেজ সড়কের এমন অবস্থার সঙ্গে জড়িত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সঙ্গে জড়িত কোম্পানীর কর্তৃপক্ষ সড়ক উন্নয়নে কার্যকর কোন পদক্ষেপ গ্রহন না করায় সড়কটি সাধারণ যাত্রী পরিবহনের যানবাহন চলাচলে অনুপোযোগী হয়ে পরে। ভাড়ি যানবাহন যোগে পন্য পরিবহন কারি কোম্পানী কর্তৃক সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করার পর নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সড়ক সংস্কারের আশ্বাস দিলে শ্রমিক-জনতা সড়ক অবরোধ প্রত্যাহার করে।
স্থানীয় গৃহবধূ মোসাঃ হনুফা বেগম বলেন, এই রাস্তাদিয়ে আমরা অটোরিক্সায় চলতে পারি না। এমন খানাখন্দ সৃস্টি হয়েছে পায়ে হেটে চলাই দায়। ধানখালী ডিগ্রী কলেজের শিক্ষার্থী মো. রাজিব হোসেন জানায়, রাস্তা খারাপ হওয়ার কারনে আমরা নিয়মিত কলেজে যেতে পারনা। বর্ষা হলে রাস্তা পুরো কাদায় ভড়ে যায়। পায়ে হেটেই চলা যায়না। পানি কাঁদায় পরিধেয় পোশাক নস্ট হয়ে যায়।
সেখানে উপস্থিত আন্দোলন কারী মো. নান্টু হাওলাদার জানায়, বর্ষামৌসুমে এই সড়ক দিয়ে ভাড়ি যানবাহন যোগে ইট,বালু,পাথরসহ বিভিন্ন ভাড়ি পন্যবাহী ট্রাক, হামজা চলাচল করে। বিদ্যুৎ উৎপাদন কোম্পানী আরপিসিএল এবং অন্যান্য উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে জড়িত কোম্পানীর স্থাপনা নির্মানের জন্য পন্য বা মালামাল পরিবহন করায় রাস্তার প্রায় পাঁচ কিলোমিটারে বিশাল গর্তের সৃস্টি হয়।
রাস্তাটি হামজা ও ট্রাক ছাড়া অন্য কেন যানবাহন চলাচল করতে পারছে না। এমনিক এই রাস্তাদিয়ে কোন রোগি নারী চলাচল করতে পারছে না। তাই বাধ্য হয়ে ধানখালী ইউনিয়নের বিভিন্ন যানবাহনের চালক এবং গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে রাস্তা সংষ্কারের জন্য সড়ক অবরোধ করা হয়। পরে আরপিসিএল কোম্পানী রাস্তা সংষ্কারের প্রতিশ্রুতি দিলে বেলা ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
Leave a Reply