সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
ববি প্রতিনিধি,মো.তরিকুল ইসলাম॥ অনিবার্য কারণবশত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।রবিবার (১৩ অক্টোবর) বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. মুহাসিন উদ্দিন কর্তৃক স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে এই খবর প্রকাশ করা হয়। যেখানে উল্লেখ করা হয়, ‘আগামী ১৮ ও ১৯ অক্টোবর তারিখে অনুষ্ঠিতব্য ২০১৯-২০ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত করা হলো এবং পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু জাফর মিয়া বলেন, ‘ভর্তি পরীক্ষা কমিটির প্রধান থাকেন উপাচার্য। তার অনুপস্থিতিতে ভর্তি পরীক্ষা নেওয়া নিয়মানুযায়ী অসম্ভব তাই ববি প্রশাসন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং উপাচার্য নিয়োগের পরপরই এ ব্যপারে পুনরায় সিদ্ধান্ত নেয়া হবে।’
উল্লেখ্য, বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলো শূন্য রয়েছে। এই প্রশাসনিক পদগুলো শূন্য থাকায় ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
Leave a Reply