শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।। কলাপাড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় রাখাইন নারী-পুরুষের অংশগ্রহণে র্যালী কলাপাড়া পৌরশহর প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী ভাষা চর্চা ও রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাখাইন টেনস্যুয়ে হাওলাদার।
প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, কমরেড নাসির তালুকদার, রাখাইন অধিকার আন্দোলন কর্মী মংমেয়া, অংচোলা মাদবর প্রমুখ।
বক্তারা রাখাইন পল্লী ছ-আনিপাড়ার জমিজমা অধিগ্রহণের আওতা থেকে বাদ দেয়ার জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন। তারা তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সরকারের কাছে বিভিন্ন দাবী উত্থাপন করেন।
Leave a Reply