শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
ইফতেখায়রুল ইসলাম//
পৃথিবীতে অন্যতম কঠিন একটি বিষয় হলো সমবণ্টন নিশ্চিত করা। কঠিন বলেই সর্বোপরি এটি সুনিশ্চিত করা শুধু দুরুহ নয়, অসম্ভবও বটে। কিছু ক্ষেত্রে চাইলেই পারা যায়। কিন্তু সবক্ষেত্রে আসলেই সম্ভব নয়…!
কুরবানির ঈদে মাংস বন্টন করতে গিয়েই আমাদের অনেকের নাভিশ্বাস উঠে আর তাই আমরা নিয়ম ও রীতি থেকে বের হয়ে যাই খুব সহজেই!
অথচ আমরা অন্যকে কত সুন্দর করে অভিযুক্ত করি, নানা বণ্টনের বৈষম্যহীনতার অভিযোগ তুলে!
আমাদের দিয়ে আসলেই সম্ভব নয় কারণ আমরা দ্বিচারিতায় মারাত্মকভাবে আক্রান্ত…!
মঙ্গল হোক সকলের।
লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)
(ফেসবুক থেকে সংগৃহীত)
Leave a Reply