মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী )প্রতিনিধি ।। কলাপাড়ায় শিশু সুরক্ষা নারী নির্যাতন ও ন্যায় বিচার প্রাপ্তির জন্য আইনী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানসহ অন্যান্য স্টেক হোল্ডালদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় মহিলা বিষয় কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহিলা বিষয় কর্মকর্তা তাসলিমা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশাদুর রহমান আসাদ।
সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট‘র (সিডিডি) সহযোগিতায় সংগ্রাম গ্রামোন্নয়ন কর্মসুচীর বাস্তবায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় নির্যাতিদের করুন চিত্র তুলে ধরা হয়। এতে নির্যাতন প্রতিরোধ ও অপরাধ দমনে আইনী সহায়তা চেয়েছেন ভূক্তভোগীরা।
প্রত্যন্ত অঞ্চলে নারী ও শিশু প্রতিবন্ধী ব্যক্তিদের নির্যাতন প্রতিরোধে সার্বিক সহযোগিতা করা ও অপরাধীদের শাস্তির আওতায় নিতে সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত রাখার আশ^াস প্রদান করেন অতিথিরা।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া ওসিসি প্রোগ্রাম অফিসার মো. ইদ্রিস আলী, ব্রাক আইন সহায়তা কেন্দ্রের এইচআরএরএস অফিসার মো. আবদুর রহমান, সংবাদকর্মী মো. ছগির হোসেন, প্রতিবন্ধী মো. খলিলুর রহমান ও আকলিমা বেগম প্রমূখ।
Leave a Reply