মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে আহ্বায়ক কমিটির আওতায় সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাস মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাহী সভাপতি মিজানুর রহমান।
এ সময় জেলার অধিকাংশ বাস মালিক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বর্তমান কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে কমিটি ভেঙ্গে দিয়ে তলবি সভায় আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সুষ্ঠ নির্বাচনের ঘোষণা দেয়া হয়।
এ সময় বর্তমান কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক গোলাম মাওলা দুলুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, সংবিধান লঙ্ঘন, অবৈধ চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও সাধারণ বাস মালিকদের উপর অত্যাচার নিপীড়নের অভিযোগ আনা হয়। লিখিত বক্তব্যে জানানো হয়, পেশী শক্তির জোরে বিগত ১১ বছর ধরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদটি ব্যবহার করে তারা সাধারণ মালিকদের জিম্মি করে কোটি কোটি টাকা লুট করে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এ জিম্মি দশা থেকে মুক্তি চান বাস মালিকরা।
তলবি সভায় সাজিয়া আরমিন শর্মীকে আহ্বায়ক, মিজানুর রহমান যুগ্ম আহ্বায়ক, শামীম মৃধা সদস্য সচিব, রফিকুল ইসলাম বাদশা সদস্য, রফিকুল ইসলাম রিপন সদস্য, আবুল কালাম আজাদ সদস্য ও বাবু সিকদারকে সদস্য করে সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়। এই কমিটিকে দ্রুততার সাথে নির্বাচনের আয়োজন করে কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।
Leave a Reply