রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে অগ্নিকাণ্ড তিনটি মাছের আড়ত মালামালসহ পুড়ে গেছে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আজ রবিবার দুপুরে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানায়, দুপুরে মাছের আড়ত বন্ধ করে বাড়িতে খেতে যান ব্যবসায়ীরা। বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে একিন সরদারের আড়তে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের আড়তে ছড়িয়ে পড়ে। এতে একিন সরদার, ওহাব সরদার ও আবদুল হাই সরদারের মাছের আড়ত মালামালসহ পুড়ে যায়। খবর পেয়ে কাঁঠালিয়া ও ভান্ডারিয়া থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে দশলাখ টাকার ক্ষতি হয়েছে বলে দবি করেছেন তিন ব্যবসায়ী।
কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবদুল কুদ্দুস বলেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে তিনটি দোকান পুড়ে গেছে।
Leave a Reply