শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি:রুবিনা (২০) নামে এক কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা, এমন একটি খবর এখন হিজলার কাইচমা বাজার এলাকায় সবার মুখে মুখে। বরিশালের হিজলা উপজেলার কাইচমা বাজার এলাকার জনু হাওলাদারের মেয়ে এই রুবিনা।বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ায় কারণে বিপাকে পরেছে মেয়েটি এবং তার পরিবার। মেয়েটি জানায়, সে এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। তার অন্তঃসত্ত্বার প্রমাণের জন্য ২৮ মার্চ মুন্সীগঞ্জ সরকারি হাসপাতালের আলট্রাসনো রিপোর্ট বের করে। সেখানে ১৬ জুন তার সম্ভাব্য ডেলিভারির তারিখ উল্লেখ আছে। সবার প্রশ্ন কে এই সন্তানের বাবা।
এলাকার গোপন সূত্রে জানা গেছে , মেয়েটির বাড়ির সাথেই দুটি ইটের ভাটা। ঐখানে সাতক্ষীরার শ্রমিকেরা কাজ করে। শ্রমিকদের একজন বাপ্পি এ ঘটনার নায়ক। রুবিনার অন্তঃসত্ত্বার কথা শোনার ২ দিনের মধ্যে বাপ্পি ইটভাটা থেকে লাপাত্তা। এতে ঘটনাটি আরো আলোড়ন সৃষ্টি করে।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই বলছে, এলাকার প্রভাবশালীদেরকে রাতের আধারে মোটা অংকের লেনদেনের মাধ্যমে বাপ্পিকে সরিয়ে দিয়ে, সুমন ফকির নামে এক কিশোরকে ফাঁসানো হচ্ছে। রুবিনার কাছে জানতে চাইলে সেও সুমন ফকিরের নাম বলে। সুমন একই এলাকার শুক্কুর ফকিরের ছেলে। সুমন পেশায় একজন জেলে। সুমন জানায়, এ ঘটনার ব্যপারে সে কিছুই জানেনা।তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে।তাছাড়া তার সাথে রুবিনার আদৌ কোনো সম্পর্ক ছিলো না।
এদিকে ইটভাটার শ্রমিক সর্দার নুর উদ্দিনের কাছে বাপ্পি কোথায় জানতে চাইলে সে বলে, ২ দিন আগে বাপ্পি এখন থেকে পালিয়েছে। তবে রুবিনার অন্তঃসত্ত্বার সাথে বাপ্পির হঠাৎ পালিয়ে যাওয়ার সম্পর্কে জানতে চাইলে সে চুপ থাকে।কিছুক্ষণ পরে নুর উদ্দিন বলে, যদি বাপ্পি এই কাজের সাথে জড়িত থাকে প্রমাণ পেলে তাকে এখানে হাজির করা হবে। অপর দিকে, ইটভাটার মালিক কাঞ্চন বেপারী জানান, ঘটনাটি তার কানে এসেছে, কিন্তু ঘটনার সাথে কে জড়িত তা তার জানা নেই। কিছু কুচক্রী মহল তার ইটভাটার বদনাম রটনার জন্য শ্রমিকের নাম বলছে। ঘটনার ব্যপারে হিজলা থানায় এখনো কেউ অভিযোগ করেনি।
Leave a Reply