রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
নলছিটি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে লক্ষণ চন্দ্র মণ্ডল নামে এক কৃষকের খড়ের গাদায় দিনদুপুরে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষকে ফাঁসিয়ে দিতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানায়, সম্প্রতি উপজেলার পৌর এলাকার ভিআইপি সড়কের বারইবাড়িতে শান্তিরঞ্জন মণ্ডলের বসতঘরের পাশে একই বাড়ির লক্ষণ চন্দ্র মণ্ডল একটি খড়ের গাদা নির্মাণ করেন। রহস্যজনক কারণে গত রোববার (৩১ মার্চ) বিকাল ৪টার দিকে ওই খড়ের গাদার উপরের অংশে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নলছিটি ইউনিটের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর লক্ষণ চন্দ্র মণ্ডল ও তার ছেলে বিপ্লব চন্দ্র মণ্ডল সন্ত্রাসী বাহিনী নিয়ে শান্তিরঞ্জন মণ্ডলের ছেলে শঙ্কর চন্দ্র মণ্ডল ও তার স্ত্রী রিংকু রানী মণ্ডলের উপর হামলার চেষ্টা চালায়। এলাকাবাসীর হস্তক্ষেপে ওই সময় পরিস্থিতি শান্ত হয়।
তারা আরো জানায়, লক্ষণ চন্দ্র মণ্ডলের সঙ্গে শান্তিরঞ্জন মণ্ডলের জমি নিয়ে বিরোধ চলছে। কিছুদিন পূর্বে শান্তিরঞ্জন মণ্ডল বাদি হয়ে নিতাই চন্দ্র মন্ডল, লক্ষণ চন্দ্র মণ্ডল, কালাচাঁদ মন্ডলসহ ৯ জনকে আসামি করে নলছিটি সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২১/২০১৯। মামলার জের ধরে শান্তিরঞ্জন মণ্ডলের আত্মীয়-স্বজনদের ফাঁসানোর উদ্দেশ্যে খড়ের গাদায় আগুন লাগানো হতে পারে বলে দাবি করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে লক্ষণ চন্দ্র মণ্ডল বলেন, ‘ঘটনার সময় আমি পানের বরজে কাজ করছিলাম। কে বা কারা আগুন দিয়েছে তা আমি জানি না। তবে ঘটনার পর নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।লক্ষণ চন্দ্র মণ্ডলের ছেলে বিপ্লব চন্দ্র মণ্ডল বলেন, ‘আমি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। কিভাবে আগুন লেগেছে তা আমি জানি না।শান্তিরঞ্জন মণ্ডলের নাতি ঝন্টু চন্দ্র মণ্ডল বলেন, ‘আদালতে মামলা দায়েরের পর হয়রানি করার উদ্দেশ্যে লক্ষণ চন্দ্র মণ্ডল গং নিজেদের খড়ের গাদায় আগুন দিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার ঘটনার পর আমাদের আত্মীয়-স্বজনদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে তারা। ওই পক্ষ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে।তিনি এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানান।
Leave a Reply