সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি:কলাপাড়ায় পৃথক এ তিনটি সড়ক র্দুঘটনায় নিহত হয়েছে একজন এবং আহত হয়েছে সতের জন। শুক্রবার কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোন অফিসের কাছে মহাসড়কে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুটিতে আচড়ে পড়লে আহত হয় ১১জন। অপরদিকে কুয়াকাটার ঝাউবাগান এলাকায় মাহিন্দ্র ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত হয়েছে চারজন। এদিকে মহিপুর থানার লক্ষীবাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে যাত্রী মোসলেম মুন্সী (৬৫) নিহত হয়েছে। আহত হয়েছে চালক ও অপর যাত্রী।
থানা পুলিশ ও আহত যাত্রীদের সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টায় কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোন অফিসের কাছে পর্যটকবাহী বাস হাওলাদার পরিবহন (যশোর ব-১১-০০৫৭) নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুঁটির উপর আচঁড়ে পরে। এ সময় খুটি ভেঙ্গে তিনটি ট্রান্সমিটার মহাসড়কের উপড় পড়ে আগুন ধরে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ১১ জন সামান্য আহত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় গাড়ীতে থাকা ৫৫ যাত্রী। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বাসের ড্রাইভার ও হেলপার। বাসের সুপার ভাইজার মিন্টু জানান, ঝিনাইদহ কালীগঞ্জ মল্লিকপুর যুব সমাজ’র উদ্যোগে ৫৫ জনের একদল পর্যটক নিয়ে তারা কুয়াকাটায় আসে। পল্লী বিদ্যুৎ মহিপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আল আমিন জানান, সংবাদ পেয়ে দূর্ঘটনাস্থলে ছুটে আসেন। তিনটি ট্রান্সমিটার সম্পূর্ন রূপে নস্ট হয়ে গেছে।
একই দিন সকাল সাড়ে সাতটায় কুয়াকাটা ঝাউবাগান এলাকায় মাহিন্দ্র ও মোটরসাইকেল সংঘর্ষে আহত হয়েছে মোটরসাইকেল চালকসহ তিন পর্যটক। আহতরা জানায়, সূর্যোদয় উপভোগ করে ফেরার পথে এ র্দুঘটনা ঘটে। অপরদিকে মহিপুর থানার লক্ষীবাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় মোসলেম মৃধা (৬৫)। শুক্রবার বেলার সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয় মোটরসাইকেল চালকসহ অপরযাত্রী। উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে বেলা সাড়ে তিনটায় মোসলেম মৃধা মারা যায় বলে জানান তার পরিজনরা। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম পৃথক তিনটি সড়ক র্দুঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি।
Leave a Reply