রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ নলছিটি উপজেলায় ভূমি দস্যুদের হাতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করে মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন, উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত মৌজেআলী হাওলাদারের স্ত্রী ফরিদা বেগম (৬০), তাদের মেয়ে তাসলিমা বেগম (২৫) ও তার স্বামী আকবার হোসেন (৩০) ।আহত সূত্রে জানা গেছে, মৌজে আলী হাওলাদারের মৃত্যুর পর তার প্রতিবেশি হারুন মীরের গায়ের জোরে তার জমি দখলের পায়তারা চালিয়ে আসছেন। এ নিয়ে একাধিকবার স্থানীয় ইউপি সদস্য নান্টু ও ইউসুফের কাছে ফরিদা মীমাংসার জন্য বিচার দেন। তারা কাগজপত্র দেখে সীমানা নির্ধারণ করে দেয়। কিন্তু হারুন রায় মানতে নারাজ। এ দিকে রায় অনুযায়ী ভোগ দখলকৃত সম্পত্তিতে ফরিদার মেয়ে তাসলিমা ও জামাতা আকবার ঘর নির্মাণ শুরু করে। নির্মাণের শেষ পর্যায়ে হারুন মীরার পুত্র রাজু মীর ও তার খালাত ভাই রওশন এবং ভারাটিয়া সন্ত্রাসী নজরুল মির, আলী, সোরহাব সহ অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসী নিয়ে বুধবার (১৩ই ফেব্র“য়ারি) বিকেল ৫ টায় অতর্কিতভাবে ঘর ভাংচুর করে। এ সময় ফরিদা বেগম, তাসলিমা বেগম ও আকবার হোসেনকে এলোপাথারি কুপিয়ে রক্তাত জখম করে। হামলার পরে বসতঘর লুট করে নগদ টাকা,স্বর্ণালংকার ও জমির দলীল নিয়ে পালিয়ে যায়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে নলছিটি হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে বরিশাল শেবাচিম হাসপাতাল কলেজ প্রেরণ করে। বর্তমানে তারা মৃত্যুর সাথে হাসপাতালের বেডে পাঞ্জা লড়ছে। আহতের পরিবার অভিযোগ করে আরো বলেন, সাংবাদকর্মী কিংবা পুলিশের কাছে কোন প্রকার অভিযোগ দিলে তাদের দুনিয়া ছাড়া করবে। এ ঘটনায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, আমরা বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থলে আমাদের এক অফিসারকে তদন্ত করার জন্য পাঠিয়েছি। এ বিষয়ে আমরা অবশ্যই আইনানুক ব্যবস্থা নিবো।
Leave a Reply