সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
সুমন খান স্টাফ রিপোর্টার:মৌডুবীতে চলছে জমজমাট মাদক ব্যবসা ও সেবন। পটুৃয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের মৌডুবী বাজার, মৌডুবী নিচকাটা বাজার সহ বেশ কিছু যায়গায় কিছু প্রভাবশালী লোক অনেকদিন যাবৎ এ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
সন্ধা হলেই মৌডুবী বাজারের কোন দোকান ঘরে বসে অথবা বাজারের দক্ষিণ পার্শের পুকুরের পাড়ে বসে মদ, গাঁজা ও ইয়াবা সেবন করে। আর এইসব মদ, গাঁজা আসার মাধ্যম হলো পাশবর্তী কাজিকান্দা রাখাইন পাড়া ও তুলাতলি রাখাইন পাড়া থেকে স্থানীয় কিছু মটর চালকদের দ্বারা, অথবা টাকার বিনিময়ে রাখাইনরা নিয়া আসে তাদের আড্ডাস্থানে।
এভাবে হাতের নাগালে মাদক পাওয়ায় এলাকার যুব সমাজ ও স্কুল- কলেজগামী ছাত্ররা মাদকে আসক্ত হয় বলে জানা যায়। এলাকার সচেতন ব্যক্তিরা জানান, আমরা মাদক সেবিদের বাধা দিলে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এলাকার বেশিরভাগ মটর চালকরা টাকার বিনিময়ে মাদক এনে মাদকসেবী দের কাছে পৌছে দেয়।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ মাদক নির্মূলে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। অচিরেই মাদক মুক্ত করতে পারব বলে আশা করি।
Leave a Reply