শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
সুমন খান স্টাফ রিপোর্টারঃ
গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে মাছ শিকারের সময় ৫২ জেলেকে আটক করেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। মঙ্গলবার (৮ জানুয়ারী) সকালে সুন্দরবনের বঙ্গবন্ধু চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকালে সুন্দরবনের বঙ্গবন্ধু চর এলাকায় নিয়মিত টহরদানের সময় ওই এলাকায় জেলেদের কয়েকটি ট্রলার দেখতে পায়।
নিষিদ্ধ এলাকায় মাছ ধরার কারনে ওই ট্রলারগুলোকে চ্যালেন্জ করে ৫২ জেলেকে আটক করা হয়। এসময় ৫ টি ইন্জিনচালিত ট্রলার ও ৫ টি দেশীয় নৌকা ও ৮ লাখ পিচ ফাইসা পোনা জব্দ করা হয়।
প্রাথমিকভাবে আটক জেলেদের নাম না জানা গেলেও তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নীলকমল ফরেষ্ট অফিসে স্থানান্তর করা হয়।
জব্দকৃত নৌকা ও ফাইসা পোনার মূল্য ২ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড পশ্চিম জোন। উদ্ধারকৃত ফাইসা পোনা সুন্দরবনের নীলকমল ফরেস্ট অফিস সংলগ্ন নদীতে অবমুক্ত করা হয়।
কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান,
সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা মাছ শিকারের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনীর নিয়মিত অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply