শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন
আমজাদ হোসেন॥ ৮ বছরের শিশুকন্যা সাবা। বাড়ির উঠান আর ঘরে হেসে খেলে দৌড়ঝাপ করে বেড়াত মেয়েটা। পড়াশুনাতেও ছিলো মনযোগি। ডাক দেওয়ার সাথেই দৌড়ে কাছে আসত। এখন আর আসবে না। চিরতরে চলে গেল অনেক দুরে। এভাবে মেয়ের স্মৃতিচারণ করে বার বার কেঁদে উঠে মুর্ছা যাওয়া কন্ঠে কথাগুলো বলছিলেন, সাবার বাবা মন্জুরুল ইসলাম মন্জু।
গাইবান্ধার সাঘাটা উপজেলার ডিমলা পদুমশহর গ্রামের মাদ্রাসা শিক্ষক মাওলানা মন্জুর শিশুকন্যা সাবা (৮) গত ২৫ ফেব্রুয়ারী আগুনে পুড়ে গুরুতর আহত হয়। রান্না করার চুলা থেকে পড়নের জামায় আগুন লেগে শিশুটির শরীরের অর্ধেকের বেশি অংশ পুড়ে যায়।
ওইদিন রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন অবস্থার অবনতি হলে ডাক্তারদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। অবশেষে এক মাস ৯ দিন মৃত্যুর সাথে লড়ে গতকাল রোববার ভোর ৫ টার দিকে সে মারা যায়।
Leave a Reply