মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ স্বামী বাবুল মৃধার নির্যাতনের কবল থেকে গৃহবধূ জায়েদা বেগম (৩০) ৯৯৯ তে কল করে পুলিশের সহায়তায় রক্ষা পেল। মঙ্গলবার দুপুরে এ গৃহবধূকে মারধর করা হচ্ছিল।
এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন। পড়শিরা মোবাইল ফোনে নির্যাতিতার বাবা সিরাজ হাওলাদারকে জানায়। তিনি ৯৯৯ তে কল করেন। আমতলী থানা পুলিশ খুড়িয়ার খেয়াঘাটের বাসা থেকে তাৎক্ষণিক উদ্ধার কলাপাড়ার নীলগঞ্জ আবাসনের বাবার বাড়িতে পৌছে দেন জায়েদাকে। রাতেই তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহবধূর মা রাশেদা বেগম জানান, প্রায় ১০ বছর আগে আমতলীর খুড়িয়ার খেয়াঘাটের চন্দন মৃধার ছেলে বাবুল মৃধার কাছে বিয়ে দেয় জায়েদাকে। বর্তমান তাঁদের তামিম (৭) ও মেয়ে তায়িবা (৫) দু’টি সন্তান রয়েছে।
বিয়ের সময় মেয়ে-জামাইকে সাধ্যমতো কিছু উপটৌকন দিয়ে দেয়। এরপরও যৌতুকের জন্য মারধর করা হতো। এনিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়েছে। কলাপাড়া হাাসপাতালের চিকিৎসক মোঃ ইকবাল হোসেন বলেন, জায়েদার শরীরে মারধরের চিহ্ন রয়েছে।
Leave a Reply