বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ডাল বিক্রি করে ৩০ টাকা অতিরিক্ত লাভ করতে গিয়ে এক দোকানিকে জরিমানা গুনতে হলো ১০ হাজার টাকা।
এ ঘটনা ঘটেছে মানিকগঞ্জের সিঙ্গাইরের সিরাজপুরহাটে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ওই দোকানিসহ তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের খোলা ও প্যাকেটজাত সেমাই বিক্রির দায়ে রাজিব স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকার সাভারের মুসরিখোলা এলাকার সাইফুল ফুড প্রোডাক্টসের গোলাপফুল মার্কা সুপার কোয়ালিটি লাচ্ছা সেমাইয়ের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। এ কারণে মেয়াদবিহীন সব সেমাই প্রত্যাহার করাসহ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আরও জানান, মূল্য তালিকায় ১০০ টাকা লেখা থাকলেও ডালের দাম কেজি প্রতি ১২০-১৩০ টাকায় বিক্রির দায়ে জুয়েল অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ছোলার দাম কেজি প্রতি ৭০ টাকার বিপরীতে ৮০ টাকায় বিক্রির দায়ে খোরশেদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নকল, ভেজাল ও ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান আসাদুজ্জামান রুমেল।
অভিযানে সহযোগিতা করেন সিঙ্গাইর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।
Leave a Reply