শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:চমক দেখালো নগরীর ২২নং ওয়ার্ডের যুব সমাজ.এক রাতেই নক আউট.সেমি ফাইনাল আর ফাইনাল খেলা দেখিয়ে অবাক করে দিলো এলাকাবাসীকে.আজ সোমবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে এই খেলা রাত১০টা পর্যন্ত চলে. সর্বশেষ ফাইনাল খেলায় সেভেন স্টার দল ফোর স্টার দলকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়.সেভেন স্টার দলের হয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মোঃ শাকিল খান .উক্ত দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অধিকার করে মীরা বাড়ি সুপার স্টার ,তৃতীয় স্থান অধিকার করে আজিজ সড়ক সুপার স্টার ২০১৮ এর বিজয়ী দলকে আকর্ষণীয় পুরুস্কার তুলে দেয়া হয়.উক্ত পুরুস্কার বিতরনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ডের গন্য মান্য ব্যাক্তিবর্গ.এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার যুব সমাজ
Leave a Reply