শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
বরিশালের হিজলায় অটোরিক্সা ভাংচুরের সময় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিজান গাজীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ককটেল সদৃশ্য ১২টি ও পেট্রোল বোমা সদৃশ্য ৫টি বিষ্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কামারখালী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন হিজলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জিয়াউল হাসান। আটককৃত মিজান গাজী শ্রীপুর গ্রামের হাফেজ গাজীর ছেলে।
ওসি জিয়াউল হাসান জানান, কামারখালী এলাকায় নাশকতা সৃষ্টির লক্ষ্যে মিজান গাজী সহ বেশ কয়েকজন একটি অটোরিক্সা (ইজি বাইক) ভাংচুর করে। এতে স্থানীয় এবং উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ভিতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।
খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মিজান গাজীকে আটক করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মিজান গাজীর কাছ থেকে ১৭টি বিষ্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলে ওসি জানিয়েছেন।
Leave a Reply