শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হবিগঞ্জের মাধবপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে সৌদিফেরত এক নারীকে বাসায় আটকে ৩ বন্ধু মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার ভোররাতে ধর্ষণের সহায়তাকারী এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাক্ষণবাড়ীয়ার বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে আতিক মিয়া (২৬), মাধবপুর উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের ছোয়াব মিযার ছেলে জীবন মিয়া (২৬), একই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে বাদশা মিয়া (২৭) ও পৌরসভার কাটিয়ারা গ্রামের বাসিন্দা মাহমুদ মিয়ার স্ত্রী লাকী বেগম (৩৫)। এর মধ্যে আসামি আতিক মিয়া হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা বেগমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাঈন উদ্দিন বলেন, ‘গত বুধবার বিকেলে মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের সৌদিফেরত নারীকে আতিক মিয়া ফুসলিয়ে কাটিয়ারা গ্রামের লাকী বেগমের বাসায় নিয়ে আটকে রেখে ৩ বন্ধু মিলে ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিম মাধবপুর থানায় মামলা দায়ের করলে ধর্ষণের সহায়তাকারী এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আতিক মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
Leave a Reply