বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২৪ মার্চ) বিএনপির মিডিয়া সেলের আয়োজিত ইফতার মাহফিলে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, এবং এর পেছনে একটি ষড়যন্ত্র চলছে।” তারেক রহমান আরও বলেন, দেশে বর্তমানে একটি অস্থিরতা তৈরি হয়েছে, যা দেশের জনগণের জন্য বিপদজনক। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান যে, সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের জন্য দেশের জনগণ অনেক ত্যাগ স্বীকার করেছে। দেশের স্বাধীনতা অর্জনের জন্য একযুগেরও বেশি সময় ধরে রাজনৈতিক দলের নেতাকর্মীরা আত্মত্যাগ করেছেন। তিনি আরো উল্লেখ করেন, জুলাই মাসের অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, এবং তাদের ত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “দেশকে অস্থিতিশীল এবং বিপদে ফেলার জন্য সুপরিকল্পিতভাবে চক্রান্ত শুরু হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে।”
তারা গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরা হয় এবং জনগণের জন্য সঠিক তথ্য প্রচার করা হয়।
Leave a Reply