শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
বাউফল প্রতিনিধি ॥
পটুয়াখালীর বাউফলের ৯৫নং হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক আনিসুর রহমান ও লুবনা আক্তারের অনৈতিক মেলামেশা ও পরকীয়ার অভিযোগে তাদের অন্যত্র বদলি ও কঠোর শাস্তির দাবীতে মঙ্গলবার (৭আগস্ট), বেলা ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ে আনিস ও লুবনা যোগদানের পর থেকে তাদের অনৈতিক ও অশ্লালিন কর্মকান্ড বিদ্যালয়ের ভারসাম্য রক্ষা ও পাঠদানের পরিবেশে প্রভাব ফেলে।
তাদের এই অনৈতিক কর্মকান্ডের জন্য তাদের এবং বিদ্যালয় সংশ্লিষ্ট কতৃপক্ষকে একাধিক বার জানানোর পরও কোন ব্যবস্থা না নেয়ায় এই মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীও অভিভাবকেরা। তাদের অপসারন ও শাস্তির দাবীতে অভিভাবক ও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। এসময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মো: জিয়া উদ্দিন ও জহিরুল ইসলাম জহির। তারা বলেন আনিস ও লুবনার অশ্লীল কর্যকলাপ কোমলমতি শিশুদের শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছেন।
বিদ্যালয়ের পাঠদানের পরিবেশ নষ্ট করছেন। তারা আরো বলেন,বাউফল উপজেলা শিক্ষা অফিসার ও সুনামধন্য উপজেলা নিবার্হী অফিসারের কাছে আবেদন বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এই চরিত্রহীন দুই শিক্ষকদের অতিদ্রুত অন্যত্র বদলি করা হোক এবং উপযুক্ত শাস্তি দেয়া হোক। এর আগে সকাল ১০টার দিকে লুবনা আক্তার শ্্েরনী কক্ষে প্রবেশ করলে ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করেন। অন্যদিকে গত কাল সোমবার (৬আগস্ট) বিদ্যালয়ের সহকারী শিক্ষক- শিক্ষিকারা আনিসও লুবনার বদলির জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা ও শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন করেন। এব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন আখতার জাহান সাংবাদিকদের বলে, লুবনা ও আনিসের অনৈতিক কর্মকান্ডের ব্যাপারে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী , শিক্ষক-শিক্ষিকারা ও ম্যানেজিং কমিটির সদস্যরা আমাকে অবহিত করেন। আমি তাদের বদলির জন্য ম্যানিজিং কমিটির সভা আহবান করে উপজেলা নিবার্হী অফিসার ও সংশ্লিষ্ট সকল দপ্তরে লিখিত ভাবে আবেদন করছি।
তিনি আরো বলেন, এই দু’শিক্ষকের জন্য বিদ্যালয়ের মান সম্মান নষ্ট হচ্ছে। শিক্ষার গুনগত মান নষ্ট হচ্ছে। উল্লেখ্য , গত বুধবার (১আগস্ট) অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন । পরে উপজেলা নিবার্হী অফিসার , উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা অফিসারের কাছে লুবনা ও আনিসরে বদলি ও শাস্তির দাবীতে রিখিত অভিযোগ দেয়। এব্যাপারে বৃহস্পতিবার জাতীয় দৈনিক দেশকাল ও নধহমষধৎনধহর ২৪ সহ জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় “শিক্ষক-শিক্ষিকার পরকীয়া : বিক্ষুব্ধ এলাকাবাসী” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
Leave a Reply