রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মুন্সির বিরুদ্ধে সাগরের মোহনায় মাছ ধরতে চাঁদা আদায়ের অভিযোগ এনেছেন এক জেলে। নিখিল হাওলাদার নামে ওই জেলে শনিবার (১২ এপ্রিল) সকালে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগটি প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নিখিল হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে তিনি সাগরের মোহনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সরকার পরিবর্তনের পর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সির লোকজন তার কাছ থেকে মাছ ধরার অনুমতির নামে প্রতিবার ৩০ হাজার টাকা দাবি করতে থাকে। একপর্যায়ে তিনি ২০ হাজার টাকা দেন। এ ছাড়া নজরুল ইসলাম মুন্সি নিজে ১০ হাজার এবং তার আত্মীয় হাবিব হাওলাদার ১৪ হাজার টাকা নেন বলে দাবি করেন নিখিল।
নিখিলের অভিযোগ, ৪ এপ্রিল আবারো মাছ ধরার সময় ২০ হাজার টাকা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে নজরুলের অনুসারীরা জোরপূর্বক তার মাছ ধরার ট্রলারটি নিয়ে যায়। পরদিন স্থানীয়দের কাছে ঘটনার বিবরণ দিলে কেউ একজন তার বক্তব্যের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা নজরুল ও তার লোকজন নিখিলের বাড়িতে গিয়ে হুমকি দেয় এবং তাকে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করে আরেকটি ভিডিও ধারণ করে নিয়ে যায়।
নিখিল জানান, ঘটনার পর তিনি স্থানীয় থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে নিখিলের পাশে ছিলেন চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ প্যাদা, ইউপি সদস্য হাজী মো. মিজানুর রহমান গাজী, ইউনিয়ন যুবদল সভাপতি মোশারেফ হোসেন, দীপরাজ মজুমদারসহ আরও অনেকে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সি মুঠোফোনে জানান, “এসব অভিযোগ ভিত্তিহীন। নিখিল সাগরে অবৈধভাবে পোনা ধরে খুলনায় বিক্রি করেন। সেখানে মহাজনদের দাদন নিয়ে জেলেদের মধ্যে বিরোধ আছে। আমি তাকে অবৈধ জাল ব্যবহার না করতে বলায় সে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।”
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমারত হোসেন জানান, “জেলে নিখিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা উভয় পক্ষকে ডেকেছিলাম, কিন্তু নিখিল নিজেই আর আসেননি এবং মীমাংসার কথা বলেছেন।”
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসান বলেন, “আমরা নিখিলের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply