শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
দশমিনা প্রতিনিধি॥ সাংবাদিক মিজানুর রহমানকে একটি রাজনৈতিক হত্যা মামলার আসামি করার প্রতিবাদে দশমিনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় দশমিনায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের ব্যানারে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী বৃষ্টিতে ভিজে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দশমিনা প্রেস ক্লাবের সভাপতি রিপন কুমার কর্মকার ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচএম ফোরকান, মিজানুর রহমান তিতাস, দশমিনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহম্মেদ ও সাবেক ইউপি সদস্য সেলিম মোল্লা প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। উল্লেখ্য, ২৪ মে দুপুরে বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তাপস কুমার দাস নামে এক যুবলীগকর্মী নিহত হন। ওই ঘটনায় ২৫ মে রাতে নিহতের বড় ভাই পঙ্কজ চন্দ্র দাস বাদী হয়ে বাউফল থানায় ৩৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় সাংবাদিক মিজানুর রহমানকে ২০ নম্বর আসামি করা হয়।
মানববন্ধনে বক্তারা, এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এ হত্যা মামলা থেকে সাংবাদিক মিজানকে অব্যাহতি দেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করেন।
Leave a Reply