সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
কলাপাড়া (কুয়াকাটা)প্রতিনিধিঃ
কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে আলী আকবর (২০) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে কুয়াকাটায় বেড়াতে আসে আকবর আলী।দুপুরের দিকে তার কয়েক বন্ধুরা মিলে সমুদ্রে সাঁতার কাটতে নামে।
অতিরিক্ত ঠাণ্ডায় আক্রান্ত হয়ে পড়লে আলী আকবরকে দ্রুত কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়।
ততক্ষণে আলী আকবর মারা যায়। আলী আকবর পিরোজপুর জেলা সদরের বাইজোরা এলাকার ব্যবসায়ী ছিদ্দিকুর রহমানের ছেলে।
মহিপুর থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, নিহত আলী আকবরের লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply