রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ গাজায় ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলাকালে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং ইতিমধ্যে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে জানানো হয়, সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে গাজায় নিরীহ মানুষের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে ওই কর্মসূচির সুযোগ নিয়ে কিছু উগ্র-উত্তেজিত ব্যক্তি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এবং তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ স্থাপনা ভাঙচুর ও হামলা চালায়। এতে জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
পুলিশ এই সহিংসতার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। প্রেস সচিব জানান, পুলিশ জননিরাপত্তা ও আইনের শাসন রক্ষায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেছে। ইতিমধ্যে দুটি মামলা রুজু করা হয়েছে এবং ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনায় জড়িত অন্যান্য দোষীদের চিহ্নিত করে আরও মামলা এবং গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিক্ষোভের আড়ালে যারা নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের শনাক্ত করার জন্য ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। তিনি বলেন, “আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ পার পাবে না।” পুলিশ জনগণের সহযোগিতা কামনা করে বলেছে, যদি কারও কাছে সহিংসতার সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য থাকে, তবে তা পুলিশকে জানাতে অনুরোধ করা হচ্ছে।
প্রেস সচিব আরও বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ দেশের সংবিধান ও আইন দিয়েছে। তবে সেই সুযোগকে সহিংসতা ও নৈরাজ্যের মাধ্যমে ব্যবহার করার কোনোভাবেই অনুমতি দেয়া হবে না। যারা সমাজের শান্তি বিনষ্ট করতে চায়, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”
Leave a Reply