সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
ববি প্রতিনিধি॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গত মঙ্গলবার বিকালে ও রাতে সহিংসতার ঘটনায় দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হচ্ছেন- বিশ্ববিদ্যালয়ের ভূত্বত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আল সামাদ শান্ত ও বাংলা প্রথম বর্ষের ছাত্র তাহমিদ জামান নাভিদ। বৃহস্পতিবার রাতে শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে বিবাদমান দুটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন শান্ত ও নাভিদ। মঙ্গলবার বিকালে ধারালো অস্ত্র দিয়ে হামলা-পাল্টা হামলা এবং রাতে শেরেবাংলা আবাসিক হলের একটি কক্ষে শাহজালাল ইয়ামিন নামক এক ছাত্রকে নির্যাতনের ঘটনার মূল হোতা তারা। এর জের ধরে গত দুইদিন যাবত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, মঙ্গলবার থেকে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলোর কারণ তদন্তে বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ড. খোরশেদ আলমকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই সভায় বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে দুই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
Leave a Reply