রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকারকে পদত্যাগ, সব দলের মতামতের ভিত্তিতে নিরপেক্ষ তদারকি সরকার গঠন ও জাতীয় সংসদ বিলুপ্ত করা সহ ৪ দফা দাবীতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।
দেশব্যাপী কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদের উদ্যোগে সোমবার নগরীর সদর রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক নিপৃন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য রেজাউল করিম খোকন, কমিউনিস্ট লীগের জলিলুর রহমান, গনসংহতি আন্দোলনের হারুনর রশিদসহ অন্যান্যরা।
মানববন্ধন শেষে একই দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হলে তাতে বাধা দেয় পুলিশ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত পুলিশের বাধা উপেক্ষা করে সদর রোডে বিক্ষোভ মিছিল করেন তারা।
Leave a Reply