সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় বরং সব দল ও গোষ্ঠীকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ থাকতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রোববার দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডি আয়োজিত সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। অন্যথায় নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করতে চায় না এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায়।
তিনি আরও বলেন, ভিন্নমত থাকাটাই স্বাভাবিক, কিন্তু ভিন্নমত মানেই শত্রুতা নয়। অনেকেই এটি মেনে নিতে পারেন না, তবে তিনি সব মতামত গ্রহণ করার অভ্যাস গড়ে তুলেছেন। সমালোচনা হলে সেটাকে ঘাটতি হিসেবে ধরে নিয়ে সংশোধন করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমাদের ভুলে যেতে হবে অন্ধ সমর্থনের সংস্কৃতি। শুধু প্রশংসার জন্য তালি বাজানো ঠিক নয়। বরং বাস্তবতা বিবেচনায় প্রতিটি বিষয় পর্যালোচনা করতে হবে। কেউ কিছু বললেই সেটাকে সমর্থন করা সঠিক পথ নয়।’
সাংবাদিকদের ভূমিকা নিয়ে সিইসি বলেন, গণমাধ্যম নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সবার সহযোগিতা পেলে কমিশন জাতির প্রতি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বলেন, ‘আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই। কোনো চাপের কাছে নতি স্বীকার না করে আইনের আলোকে সিদ্ধান্ত নিতে চাই।’
তিনি বলেন, ‘আমরা চাই জনগণের আস্থা অর্জন করতে। এজন্য আমাদের কাজের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে। যে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাচনী প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগের প্রসঙ্গে তিনি বলেন, কমিশন সব মতামতকে গুরুত্ব দিয়ে বিচার করবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। নির্বাচনের প্রতি আস্থা ফেরাতে কমিশন নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে বলেও আশ্বাস দেন সিইসি।
Leave a Reply