রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
আরিফ হোসেন, বাবুগঞ্জ ॥ আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ আসনের মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম কিবরিয়া টিপু (লাঙ্গল) প্রতীক নিয়ে বাবুগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ,লিফলেট বিতরণ ও নির্বাচণী অফিস উদ্বোধন করেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি স্থানীয় মীরগঞ্জ বাজার এলাকায়, চাঁদপাশা ইউনিয়নের ময়দানের হাট,বটতলা, রেইনট্রিতলা, লাকুটিয়াসহ বেশ কয়েকটি স্থানে নির্বাচণী প্রচারণা চালায়।
সন্ধায় চাঁদপাশা ময়দানের হাট নির্বাচণী অফিস উদ্বোধণী অনুষ্ঠানে ইউনিয়ন জাপা সভাপতি হারুন অর রশিদ মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘আসন্ন নির্বাচনে (লাঙ্গল) প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন।আমি বিজয়ী হলে অতিতের মত হাটবাজারের খাজনা মুক্ত হবে।
নতুন চমক হিসাবে এই অঞ্চলের শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে বেকারাত্ব ঘোচানো হবে। আশাকরি বাবুগঞ্জ-মুলাদির জনগন অতিতের ভূল থেকে শিক্ষা নিয়ে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে আসনটি জাপা তথা মহাজোটকে উপহার দিবেন’। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকিতুর রহমান কিসলু, সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেন, জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সেলিম হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন রাজ, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া, সহিদুল ইসলাম মাষ্টার, ইউপি সদস্য মিজানুর রহমান,জাপা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আনিচ ফকির, সর্বস্তরের শতাধী জনতা।
Leave a Reply