শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে জঙ্গি সন্দেহে মো. রফিকুল ইসলাম রাসেল নামে ২০ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে আটক করেছে র্যাব। রোববার দুপুরে তার বিরুদ্ধে মামলা দিয়ে রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাসেল পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চণ্ডিপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে ও রাজাপুর উপজেলায় দারুল উলুম কওমি মাদরাসার কিতাব বিভাগের ছাত্র।
জানা গেছে, রাজাপুর সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নুরুন নাহার নিরুর বাড়িতে থেকে পশ্চিম ফুলহার মোল্লাবাড়ি মসজিদে ইমামতি করতেন রাসেল। শনিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে রাসেলকে আটক করে র্যাব। এ সময় তার কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানান, তিনি আনসার আল ইসলাম সংগঠনের দাওয়াতি শাখার সক্রিয় সদস্য ছিলেন। তারা তামিম আল আদনানি নামে আনসার আল ইসলামের এক সদস্যকে আমির হিসেবে মানেন। তার নেতৃত্বেই রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড করেন তারা।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, রোববার দুপুরে মামলা দিয়ে রাসেলকে থানায় হস্তান্তর করে র্যাব। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply