মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে পুটিয়াখালী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সোমবার গভীর রাতে বসতঘরের মালামাল লুট ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে হায়দার আকনের স্ত্রী খাদিজা বেগম বাদি হয়ে ৫ জনের নামে থানায় এ মামলা করেন।
এ ঘটনায় পুলিশ ফারুক মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে। অভিযোগে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে গৃহবধূর ছেলেকে পড়াতে আসেন গৃহশিক্ষক ইলিয়াস হোসেন।
এ সময় পুটিয়াখালী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ঘরের লোকজনকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটনায় পুটিয়াখালী গ্রামের মৃত আবদুস সত্তার মুন্সি ছেলে রিসন মুন্সি (৪০) ও একই এলাকার ফারুক মোল্লার ছেলে রায়হান মোল্লা (২০) সহ কয়েক যুবক ওই বাড়িতে এসে গৃহবধূর সাথে গৃহশিক্ষকের অনৈতিক সম্পর্ক রয়েছে, এমন অভিযোগ এনে তাদের গালাগাল ও মারধর করে এবং তাদের দুজনকে একসাথে করে বেশকিছু ছবি তোলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘরে তান্ডব চালায়।
এ সময় টাকা পয়সা ও কিছু দামিও মালপত্র লুটে নেয়। পরে অভিযুক্তকারীরা চলে গেলে রাত ১টার দিকে গৃহবধূ তার স্বামীকে ফোনে বিষয়টি জানালে স্বামী ৯৯৯ এ ফোন দিলে রাজাপুর থানা পুলিশ রাত ৩ টার দিকে ওই বাড়িতে উপস্থিত হন। হায়দার আকন জানান, গতকাল ৪ মে সোমবার সকালে কর্মস্থল খুলনায় চলে যাই।
এই সুযোগে স্থানীয় বখাটে রিসন ও রায়হান তাদের দলবল নিয়ে ঘরে ডুকে মারধর ও লুটপাট চালায়। রাজাপুর থানা ওসি জাহিদ হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply